ন্যাভিগেশন মেনু

স্বাধীনতার ৭৫ বছরের আগেই আত্মনির্ভর হতে হবে’, লালকেল্লায় শপথ মোদির


২০২২ সালে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। তার আগেই দেশবাসীর জন্য লক্ষ্য স্থির করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ‘যেভাবেই হোক ২০২২ সালের মধ্যে আমাদের আত্মনির্ভর হতেই হবে।’ প্রধানমন্ত্রী বললেন, ‘ভারত আত্মনির্ভর হবেই।

আমার দেশের নাগরিকদের সামর্থ্যের প্রতি বিশ্বাস আছে। আমাদের দেশবাসীর সংকল্পের উপর আমার বিশ্বাস আছে। ইতিহাস সাক্ষী ভারত যা ভাবে, তা ভারত করে।’

প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার শপথ নেওয়ার জন্য গোটা দেশকে একটি পরিবারের সঙ্গে তুলনা করলেন। বললেন, “২০-২১ বছর বয়সের পর পরিবারের তরুণ সদস্যদেরও নিজের পায়ে দাঁড়াতে হয়। তাই স্বাধীনতার ৭৫ তম বছরে আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে।

গোটা দুনিয়া ভারতের কাছে প্রত্যাশা করে। আর সেই প্রত্যাশা আমাদের পূরণ করতেই হবে। আজ দুনিয়ার সব দেশের অর্থনীতি একে অপরের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের শক্তিশালী হতে হবে। নিজেরা শক্তিশালী হলে তবেই গোটা বিশ্বের কল্যাণ করা সম্ভব।”

প্রধানমন্ত্রী বললেন, “আমাদের দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু আমরা কতদিন এভাবে গোটা বিশ্বকে কাঁচামাল সরবরাহ করব? কতদিন আমরা বিশ্বের অন্য প্রান্ত থেকে তৈরি পণ্য আমদানি করব? এবার সময় এসেছে। আমাদের আত্মনির্ভর হতে হবেই।

এস এস