ন্যাভিগেশন মেনু

স্বাস্থ্যবিধি না মানলে ব্যবসা প্রতিষ্ঠান তাৎক্ষণিক বন্ধ: মালিক সমিতি


করোনা সংক্রমনের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে দোকান কিংবা প্রতিষ্ঠান তাৎক্ষণিক বন্ধ করে দিতে বলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সোমবার (১১ মে) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘সরকারি নির্দেশনার পর লক্ষ্য করা গেছে, যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কেনাকাটা করছেন। তারপরও যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, সেক্ষেত্রে বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করবো - তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন।’

হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছি; তাই কোনো মতেই বেখেয়াল হলে চলবে না।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর ও রমজান মাস উপলক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে।

এমআইআর/ এডিবি