ন্যাভিগেশন মেনু

স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদ: স্বাস্থ্য ডিজি


স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার  মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানলে সামনের দিনে দেশ বড় বিপদে পড়তে যাচ্ছে।

রবিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

এসময় মহাপরিচালক বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করতে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।’

ব্রিটেন ও আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন রূপের কারণে দেশে সংক্রমণ বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

খুরশীদ আলম জানান, ‘টিকা নেয়া মানে স্বাস্থ্যবিধি না মানা নয়। কারণ প্রথম ডোজ নেয়ার পর প্রতিরোধ ক্ষমতা সেভাবে তৈরি হয় না। আবার দ্বিতীয় ডোজ নেয়ার পরও প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকবে তাও কেউ জানেন না।’ তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান তিনি।

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি না মানলে আগামীতে দেশ বিপদের মুখে পড়বে বলে সতর্ক করে তিনি বলেন, ‘গেল দুই মাস আমরা স্বস্তিতে ছিলাম, তাই এখন আমরা কোনো কিছু মানছি না। সামনের দিকে আমরা আরো বড় বিপদে পড়তে যাচ্ছি, যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।’

খুরশীদ আলম বলেন, ‘এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ, তাদেরই এখন আইসিইউ লাগছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য অধিদফতরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম, আইসিডিডিআর-বি’র শর্ট স্টে ইউনিটের প্রধান ডা.আজহারুল ইসলাম খান, শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক  ডা. মো. আবু রায়হান প্রমুখ।

ওআ/