ন্যাভিগেশন মেনু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেই আদেশ বাতিল


করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যদি যথাযথ ব্যবস্থা না নেয় অথবা ভর্তি না করে রোগী ফিরিয়ে দেয় তাহলে সেনাবাহিনীর টহল টিম বা পুলিশকে জানাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তা আবার বাতিল করা হয়েছে।

নতুন দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানোর আদেশটি বাতিল করা হলো। পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত আদেশ জারি করা হবে।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'হাসপাতালগুলোকে সাধারণ রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল, লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

এডিবি/