ন্যাভিগেশন মেনু

স্লোগান বিকৃতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল ঢাবি শিক্ষার্থী


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক কর্তৃক স্বৈরাচার হটানোর এক দফা আন্দোলনে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান ‘বিকৃত করার’ প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাবির হলপাড়া থেকে গত ১৪ জুলাইয়ের অনুরূপ স্লোগান নিয়ে বের হন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন। 

এসময় তারা “তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার ” স্লোগান দেন। 

এসময় রাজু ভাস্কর্যে পাদদেশে, এক শিক্ষার্থী বলেন, “ একদল লোক আমাদের ইতিহাস বদলে দিতে চাই। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই আমরা আওয়ামী লীগের মত একটা শক্তিশালী দলকে লাল কার্ড দেখিয়েছি। আপনারা যদি তার মত ইতিহাস বিকৃতি করতে চান আপনাদের নামাতে আমাদের দু মিনিট লাগবে না।” 

আজিজুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, “যে সুশীল ইতিহাস মুছে দিতে চায়, তারা ইতিহাস বিকৃত করতে চায়, তারা সাবধান হয়ে যান। ইতিহাস থেকে শিক্ষা না নিলে আপনাদের পরিণতি সেই  হাসিনার মত হবে।”

 এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে মোহাম্মদ বলেন,গণঅভ্যুত্থানেএ স্মৃতিচিহ্ন মুছে দিতে চায়। খুনি হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলের উপর নির্‌যাতনের স্ত্রীম রোলার চালিয়েছে। এই রাজাকার স্লোগান হাসিনাকে ইতিহাসের ঘৃণিত ব্যক্তিতে রূপ নিয়েছে। 

এবি জুবায়ের বলেন, “যেই স্লোগানে পুরো বাংলাদেশ জলে উঠেছে,সেই স্লোগান নিয়ে এতো হীনম্মন্যতা কেন? আমাদের চোখে দেখা ইতিহাস বিকৃত হলে ৭১ এর ইতিহাস কী করে বিশ্বাস করব। অপরাধ শিকার করে ক্ষমা চাওয়ার আহবান। ২৪ এর বিপ্লবের প্রতিটি চিহ্ন জিয়ে রাখার জম্য প্রয়োজন হলে রক্ত দিব।”