ন্যাভিগেশন মেনু

হংকংয়ে সবচেয়ে বড় করোনা আইসোলেশন কেন্দ্র


মূল-ভূখণ্ডের সহযোগিতায় শেষ হয়েছে বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ের সবচেয়ে বড় করোনা প্রতিরোধী সঙ্গনিরোধ সেন্টার ‘পেনি'স বে কমিউনিটি আইসোলেশন ফ্যাসিলিটি’ নির্মাণের কাজ। সম্প্রতি হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লামের কাছে এ কেন্দ্রে হস্তান্তর করা হয়।

হংকং কর্তৃপক্ষ বলছে, চীনের মূল-ভূখণ্ডের সহযোগিতায় এটিই সবচেয়ে বড় সঙ্গনিরোধ কেন্দ্র। এই কেন্দ্র হস্তান্তরের মাধ্যমে শেষ হলো সঙ্গনিরোধ নির্মাণের প্রথম পর্যায়ের কাজ। এ কেন্দ্রের প্রথম ব্যাচে আছে ১ হাজার ইউনিট ও ২ হাজার শয্যা সুবিধা। চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হস্তান্তর অনুষ্ঠানে হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, মূল ভূখণ্ডের সহায়তায় নির্মিত সঙ্গনিরোধ কেন্দ্র নির্মাণের ফলে এখানকার মহামারি প্রতিরোধ সক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, “পেনি'স বে কমিউনিটি আইসোলেশন ফ্যাসিলিটি আমাদেরকে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সময় সমাজ জুড়ে মানুষের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে সক্ষম করে৷ কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত বৃহত্তম নির্মাণ প্রকল্প হিসাবে, পেনি'স বে কমিউনিটি আইসোলেশন সুবিধা করোনা মহামারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” (সূত্র: সিএমজি)