ন্যাভিগেশন মেনু

হরিণ খেয়ে প্রাণ গেল অজগরের


ক্ষুধা মেটাতে আস্ত একটি হরিণ গিলে প্রাণটাই চলে গেল অজগর সাপটির। এ কাণ্ড পশ্চিমবঙ্গের ডুয়ার্স জঙ্গলে।

ওই জঙ্গলে একটি চিতল হরিণ ঘুরে বেড়াচ্ছিল। ওৎ পেতে ছিল অজগরটি। সুযোগ বুঝে ধরে খেয়েছিল প্রায় ১৫ ফুটের মতো লম্বা অজগরটি। 

নিজের শরীরের চেয়ে কয়েক গুণ বড় ওই হরিণটিকে খাওয়ার পর আর নড়তে পারেনি। তার পরে পেট ফুলে যায় তার। ওই অবস্থায় কয়েক দিন একই জায়গায় পড়ে থাকার পর সোমবার রাতে মৃত্যু হয় অজগরটির। বন দপ্তর ময়নাতদন্তের জন্য অজগরের পেট কাটলে গিলে ফেলা হরিণের দেহাবশেষ পাওয়া যায়।

ওই অজগরটি এর আগেও লোকালয়ের কাছে এসে হাঁস-মুরগি খেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পশ্চিমবঙ্গের মাদারিহাটের রেঞ্জার এম কার্তিকেয়ন বলেন, “হরিণ খেয়ে অজগরটি নড়াচড়া করতে না পারায় কয়েক দিন ধরে জঙ্গলের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছিল। নিজের দেহের তুলনায় অনেক বড় মাপের হরিণ খাওয়ার ফলেই এই বিপত্তি।”

শারীরিক দুর্বলতার কারণে সাপটি বড় মাপের হরিণটি গিলে ফেলেও শেষ পর্যন্ত হজম করতে পারেনি। শ্বাসকষ্টজনিত কারণে অজগরটির মৃত্যু হয়েছে।”

এস এস