ন্যাভিগেশন মেনু

হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালু


রোহিঙ্গাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও বিবিধ কার্যক্রম সহজ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালু করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী সি-ট্রাক (এসটি খিজির-৫) কিছু যাত্রী নিয়ে ভাসানচর পৌঁছে। সিট্রাকটি ভাসানচরে পৌঁছলে নৌবাহিনীর কর্মকর্তারা সকলকে স্বাগত জানায়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ‘ভাসানচর-বয়ারচর চেয়ারম্যানঘাট দূরত্ব ৩৬ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৩৭০ টাকা, হাতিয়া-ভাসানচর দূরত্ব ৩১ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৩১৯ টাকা, এবং বয়ারচর চেয়ারম্যানঘাট-ভাসানচর ভায়া হাতিয়া দূরত্ব ৪৫ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৪৬৪ টাকা নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন জানান, ‘প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে দুইদিন এই রুটে সি-ট্রাক চলাচল করবে।’

প্রসঙ্গত, সরকার ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে ৪ ডিসেম্বর কুতুপালং থেকে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল ভাসানচরে এসেছে। এরমধ্যে শিশু ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন রয়েছেন।

ওয়াই এ/এডিবি