ন্যাভিগেশন মেনু

হাজার মানুষের উপস্থিতিতে ফুটবল শুরু ভিয়েতনামে


গ্যালারিতে হাজার-হাজার মানুষের উপস্থিতিকে সঙ্গী করে ফুটবল ফিরল ভিয়েতনামে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরিসংখ্যান নিয়ে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে ভিয়েতনাম। ৯৫ মিলিয়ন বসবাসকারী মানুষের মধ্যে মাত্র তিনশোর সামান্য বেশি মানুষ করোনায় সংক্রামিত হয়েছেন। মারা যায়নি কেউই।

শুক্রবার (৫ জুন) ভিয়েতনামের নাম দিন স্টেডিয়ামের গ্যালারিতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ম্যাচ দেখলেন দর্শকরা। স্টেডিয়ামে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে কোনোরকম ভীতি চোখে পড়েনি।

এর আগে, দক্ষিণ কোরিয়া এবং জার্মানির মতো দেশগুলিতে শুরু হয়েছে প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ। তবে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তাছাড়া, ১১ জুন লা-লিগার পর ১৭ এবং ২০ জুন করোনার পর ফুটবল চালু হবে ইংল্যান্ড ও ইতালিতে। তবে এইসব দেশগুলিতে ফুটবল ফিরছে দর্শক শূন্য খালি গ্যালারিতে।

এমআইআর/ এডিবি