ন্যাভিগেশন মেনু

হাতিয়ায় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২


নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার হরণি ইউনিয়নে অভিযান চালিয়ে ইব্রাহিম (৩৭) ও সোহরাব (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, সিমসহ ৩টি মোবাইল ও নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) ইউনিয়নের চরগাসিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আবুল কালামের ছেলে ও সোহরাব হোসেন হাতিয়ার শূণ্যেরচরের আব্দুল হকের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুইজনসহ ৫-৬ জনের একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রসহ চরগাসিয়ার বার আউলিয়া বাজারে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা উপকূলের হাতিয়া, রামগতি এলাকার লোকজনকে ভয়ভীতি, খুন, চাঁদাবাজি, নৌ-ডাকাতি, অপহরণ করতো। অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিএ/এসএ/এডিবি/