ন্যাভিগেশন মেনু

হারারে টেস্ট: ৮১ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২২৬ রান


বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৬৭ ওভারে ২০৯ রান।

সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন ব্রেন্ডন টেলর। ৮১ রান সাজঘরে ফিরেছেন তিনি। দলীয় ১৭৬ রানে জিম্বাবুয়ের ক্যাপ্টেনকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের তাকুজওয়ানাশে কাইতানো ৬৩ রান ও ডিওন মেয়ার্স অপরাজিত আছেন ২১ রানে। তার আগে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে।

টাইগারদের করা ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে।

তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। দ্বিতীয় দিন শেষ করা টেলর ও কাইতানো জুটি প্রথম ঘণ্টায় আগের দিনের স্কোরের সঙ্গে ১৪ ওভারে আরও ৬০ রান যোগ করে জিম্বাবুয়ে।

দিনের ষষ্ঠ ওভারে সাকিব আল হাসানের দ্বিতীয় বলেই লং-অন দিয়ে ছয় মেরেছেন টেলর। তার ফিফটিও এসেছে সে শটে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম ফিফটি।

ভালোই খেলছিল টেলর। তবে মিরাজকে আড়াআড়ি একটা আলগা শট খেলতে গিয়ে স্কয়ার লেগে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ধরা পড়েছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনি ৯২ বলে ৮১ রান করেন। টেলরের পর মাঠে নেমেছেন মায়ার্স।

এমআইআর/এডিবি/