ন্যাভিগেশন মেনু

হিলি চেকপোস্ট উন্নয়নের তাগিদ রিভা গাঙ্গুলির


এবার দেশের পশ্চিম জনপদ জেলা দিনাজপুরের হিলি চেকপোস্টের অবকাঠামো উন্নয়নের তাগিদ দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। 

শুক্রবার দিনাজপুরের হিলি চেকপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এ চেকপোস্ট দিয়ে পাসপোর্টে অনেক যাত্রী পারাপার হয়ে থাকেন। এছাড়া স্থলবন্দর দিয়েও দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত পরিমাণে আমদানি-রপ্তানি হচ্ছে। 

আরও কি করে এসব সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেজন্য আমি এখানে দেখতে এসেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রংপুর থেকে এখানে আসেন। পরিদর্শনকালে রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশের হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় ও বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টসহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করে ভারতে প্রবেশ করেন। সেখানে আধাঘণ্টা অবস্থানকালে হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয়ও পরিদর্শন করে বাংলাদেশে ফিরে আসেন। 

বেলা ১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন  তার সফরকালে উপস্থিত ছিলেন, রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, ওসি আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এস এস

আজকের বাংলাদেশপোস্টের ভারত সংবাদ পেতে এখানে ক্লিক করুন