ন্যাভিগেশন মেনু

হিলি দিয়ে ৮ হাজার টন পেঁয়াজ আমদানি শুরু রবিবার


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামী ১৫ মার্চ (রবিবার) থেকে আট হাজার টন পেয়াজ আমদানি শুরু হবে।

ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এর মধ্যে ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, ২৬ ফেব্রুয়ারি ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বন্দরের আমদানিকারকরা ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বন্দরের ৫ জন আমদানিকারকের প্রায় ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র।

হিলির উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিধ মাহামুদুল হাসান মুসা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমদানিকারকরা অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন। তাঁদের অনুমতি দেওয়া হয়েছে কি না; বা দেওয়া হবে কি না; এখন পর্যন্ত তার কাছে এমন কোনও তথ্য নেই। তবে কোনও আমদানিকারক অনুমতি পেলে বা তারা যদি পেঁয়াজ আমদানি করেন তাহলে আমরা পরীক্ষা- নীরিক্ষা করার পর সেসব পণ্য ছাড় দেওয়া হবে। অনুমতি ঠিক থাকলে পণ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে।

এডিবি/