ন্যাভিগেশন মেনু

হুয়াওয়ে আনছে ৭ ক্যামেরার ফোন


বিশ্বে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার আদলে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে আনছে সাত ক্যামেরার হ্যান্ডসেট। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের নতুন হ্যান্ডসেট হুয়াওয়ে পি ফোর্টি প্রোতে থাকতে পারে সাতটি করে ক্যামেরা। মার্চ নাগাদ হুয়াওয়ে বাজারে ছাড়তে পারে পি ফোর্টি ও পি ফোর্টি প্রো মডেলের দুটি হ্যান্ডসেট। হ্যান্ডসেট দুটির সাতটি ক্যামেরার মধ্যে পাঁচটি রিয়ার ক্যামেরা এবং দুটি করে ফন্ট ক্যামেরা থাকবে।

সব প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুগের সঙ্গে তাল মেলাতে বাজারে আনছে নতুন নতুন পণ্য। তারই ধারাবাহিকতায় হুয়াওয়ে এই সাত ক্যামেরার হ্যান্ডসেট।

পি ফোর্টি প্রোর স্ক্রিন সাড়ে ছয় থেকে ছয় দশমিক সাত ইঞ্চি হতে পারে ধারণা পাওয়া গেছে।
অন্যদিকে নতুন সিরিজের এই ফোনে গুগলের অ্যান্ড্রয়েডের পরিবর্তে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতে পারে বলে আগেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির কনজ্যুমার বিজনেস বিভাগের প্রধান রিচার্ড ইউ।
সিবি/ ওআ/ এস এস