ন্যাভিগেশন মেনু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘বিগ বস’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ


হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘বিগ বস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কুপার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৪০ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ঘুমনোর আগে ওষুধ খেয়েছিলেন তিনি, কিন্তু আর ঘুম থেকে ওঠেননি বৃহস্পতিবার সকালে। প্রাথমিক অনুমান ঘুমের মধ্যেই হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে ডেবিউ করেন অভিনেতা। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়টালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি।

তবে সিদ্ধার্থ ব্যাপক পরিসরে পরিচিতি পান সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সিজন-১৩’তে অংশ নিয়ে। সেই আসরে বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া খতরো কে খিলাড়ি শো’তেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্ধার্থ।

ওআ/