ন্যাভিগেশন মেনু

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত


ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি।

সোমবার (২০ মে) স্থানীয় সময় সকাল ৭টা ২১ মিনিটে তারা বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানসহ আরও সাতজনের সন্ধান পাওয়া-না পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পরে জানানো হয় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই।

হেলিকপ্টারটিতে থাকা ইব্রাহিম রাইসি, হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং পূর্ব আজারবাইজান প্রদেশে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমসহ অন্য যাত্রীরা নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সোমবার  বলা হয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান মিলেছে খুঁজে পাওয়া গেছে। তবে এতে ‘প্রাণের কোন চিহ্ন নেই।  হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও এর যাত্রীদের মধ্যে কারো জীবিত থাকার চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর রাষ্ট্রীয় টিভির খবরে এ কথা বলা হয়েছে।

এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ জানিয়েছিলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে পরিস্থিতি ভালো নয়।