ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

হোয়াইটওয়াশের টার্গেটে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনি ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর দুটো ম্যাচে জিততে পারলেই হোয়াইটওয়াশ হবে ক্যাঙ্গারুর দেশের ক্রিকেট টিম।

শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে সন্ধ্যায় ৬টায় মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।

ইতোমধ্যে পরপর তিন ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদরা। সিরিজের বাকি দুই ম্যাচে জয় পেলেই ক্রিকেটের সবচেয়ে সফলতম দলটিকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে।

শুক্রবার তৃতীয় ম্যাচে সফরকারীদের ১০ রানে হারিয়েছে দেয় মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি। অজিদের বিপক্ষে যে কোনও ফরম্যাটে প্রথমবার সিরিজ দখলে নেয় লাল-সবুজরা।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ তুলে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫২ রান তুলেন অধিনায়ক মাহমুদুউল্লাহ। হয়েছেন ম্যাচসেরা।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৭ রান তুলে অস্ট্রেলিয়া। দলের হয়ে মিচেল মার্শ ৫১ রান করলেও জয় তুলতে ব্যর্থ হন।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট তুলেন শরিফুল ইসলাম। উইকেট না আদায় করেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান।

মিরপুরের উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামাল দিতে গিয়ে বিপর্যস্ত অজিরা। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত সব স্লোয়ার আর কাটারে নাকাল অজিরা। লাইন-লেংথ ঠিক রেখে দারুণ সব স্লোয়ার দিয়ে অজি ব্যাটসম্যানদের জন্য পথের কাঁটা হয়ে উঠেছেন মুস্তাফিজ। শুধু স্পিনাররা নয়, স্লো উইকেটকে কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসাররাও। সঙ্গে তিন স্পিনারের ঘূর্ণি তো আছেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসাইন ধ্রুব, শামীম হোসাইন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যালেক্স ক্যারে, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোইজেজ হেনরিকস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

এমআইআর/এডিবি/