ন্যাভিগেশন মেনু

হোয়াইট হাউসে চিফ অব স্টাফ নিয়োগ দিয়েছেন জো বাইডেন


হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে নিজের পছন্দের লোক দীর্ঘদিনের সহকারী রন ক্লেইনকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন।

বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণ করার আগেই কর্ম পরিকল্পনা শুরু করে দিয়েছেন। তিনি করোনা টাস্কফোর্স গঠন করে ফেলেছেন। এবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের নামও জানিয়ে দিলেন।

ডয়চে ভেলে জানায়, ‘১৯৮০ সাল থেকে জো বাইডেনের সহযোগী হিসেবে কাজ করেছেন ক্লেইন। পরে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সময় ক্লেইন চিফ অব স্টাফ পদে কাজ করেন।’

হোয়াইট হাউসে চিফ অব স্টাফের গুরুত্ব অপরিসীম। তিনি প্রেসিডেন্টের প্রতিদিনের কর্মসূচি ঠিক করেন। তাকে বলা হয় গেটকিপার। প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে গেলে আগে তার অনুমোদন লাগে। তার নিয়োগ প্রায়শই রাজনৈতিকভাবে হয় এবং এর জন্য সিনেটের অনুমোদন লাগে না।

তার ট্রানজিশন টিমের প্রকাশ করা এক বিবৃতিতে বাইডেন ক্লেইনের প্রশংসা করে বলেন, ‘রাজনৈতিক পরিসরে তার গভীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও সক্ষমতা আছে। হোয়াইট হাউসে আমি যে রকম একজন চিফ অব স্টাফ চেয়েছি, তার ভেতরে যথাযথভাবেই তা রয়েছে। আমরা এই মুহূর্তের সংকট মোকাবেলা ও দেশকে ঐক্যবদ্ধ করতে চাই।’

এক বিবৃতিতে ক্লেইন বলেছেন, ‘নির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি সম্মানিত বোধ করছেন।’

এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি তার সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন।

১৯৮৯-৯২ সালে বাইডেন সিনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান থাকাকালে ক্লেইন কমিটির চিফ কাউন্সেল হিসেবে কাজ করেছেন। ১৯৮৮ ও ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বাইডেন প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, অসফল ওই প্রচেষ্টার সময় তার উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেছিলেন ক্লেইন।

২০০৯-১১ ওবামা হোয়াইট হাউসে থাকাকালে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালন করেছেন ক্লেইন।

২০১৪ সালে প্রাণঘাতী রোগ ইবোলার সামান্য প্রাদুর্ভাব দেখা দিলে ওবামার অধীনে ইবোলা জার হিসেবে কাজ করেন তিনি।

ডেমোক্র্যাটদলীয় এই কর্মী বিল ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থী জন কেরির একজন উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

ক্লিনটন, গোর, কেরি, হিলারি ক্লিনটন ও বাইডেনের প্রেসিডেন্সিয়াল বিতর্ক দলের একজন হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে ক্লেইনের।

ওয়াই এ/এডিবি