ন্যাভিগেশন মেনু

১০০ বলের ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ


১০০ বলের নতুন ফরম্যাটের ক্রিকেট দ্য হান্ড্রেডের মহিলা-পুরুষ দুটি বিভাগের ফাইনাল ছিল গতকাল। মারিজেন কেপের অলরাউন্ডের পারফর্মেন্সে ভর করে মহিলাদের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবল। তারা ফাইনালে হারিয়েছে সাউদার্ন ব্রেভকে। অন্যদিকে পুরুষদের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্মিংহাম ফোনিক্স ও সাউদার্ন ব্রেভ। এখানে অবশ্য জয় পেয়েছে সাউদার্ন ব্রেভ। পল স্টার্লিংয়ে দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে প্রথমবারের শিরোপা গিয়েছে তাদের দখলে।

মহিলাদের ফাইনালে দিনটি ছিল মারিজেন কেপের। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ভান নিয়েকির্ক (২৬), ফ্র‍্যান উইলসন (২৫) ও কাপের (২৬) দুরন্ত ব্যাটিংয়ে ১০০ বলে ১২৬ রান তুলেছিল ওভাল ইনভিন্সিবল। রান তাড়া করতে নামা সাউদার্ন ব্রেভের ইনিংসের শুরুতে ধ্বস নামিয়ে দেন মারিজেন কেপ। ৬ বলের মধ্যে ফিরিয়ে দিয়েছেন ওপেনার ড্যানিয়েল ওয়াট, গ্যাবি লুইস ও সোফিয়া ডাঙ্কলিকে। এরপর ম্যাচের ফেরবার সুযোগ ছিল না সাউদার্ন ব্রেভের সামনে। ২ রানে ৩ উইকেটের পর ১৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। স্টেফানি টেলরের ১৮ ও মরিসের ২৩ লজ্জা বাঁচালেও জয় থেকে অনেক দূরেই থামতে হয়েছে তাদের। ২ বল বাকি থাকতেই ৭৩ রানে অলআউট হয়ে যায় সাউদার্ন ব্রেভ।

একপেশে হয়েছে পুরুষদের ফাইনাল ও। প্রথমে ব্যাট করতে নেমে পল স্টার্লিংয়ের ছয় ছক্কায় সাজানো ৩৬ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ১৬৮ রান তোলে সাউদার্ন ব্রেভ। ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রস হোয়াইটলে। রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে বার্মিংহাম ফোনিক্স। তাদের দুই ওপেনার ডেভিড বেডিংহাম (০) ও উইল স্মিড (২) শুরুতেই ফিরে যান। আশা জাগিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। ৪ বিশাল ছক্কা সহ ৪৬ রান করবার পর লিভিংস্টোন রান আউট হতেই বার্মিংহামের শিরোপা দখলের স্বপ্নের ইতি ঘটে যায়। ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানেই থামে বার্মিংহামের ইনিংস। ৩২ রানে জয়ী হয়ে প্রথমবারের দ্য হান্ড্রেডে পুরুষদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।

ওআ/