ন্যাভিগেশন মেনু

১০৯০ নম্বরে কল করে জানা যাবে দুর্যোগের আগাম বার্তা


যে কোনো মোবাইল থেকে গ্রাহকরা ১০৯০ নম্বরে ডায়াল করলেই জানতে পারবে দুর্যোগের আগাম বার্তা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, দুর্যোগের আগাম বার্তা মোবাইলে অবহিতকরণের জন্য ইন্টার-অ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতি চালু করা হয়েছে। এতে যে কোনো মোবাইল থেকে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করে সমুদ্রগামী জেলেদের জন্য আগাম বার্তা, দৈনন্দিন আবহাওয়া বার্তা, ঘূর্ণিঝড়ের আগাম বার্তা, নদনদী, বন্দরগুলোর সতর্কবার্তা ও বন্যার পূর্বাভাস অবহিত হওয়া যাবে।

 এস এ/ওআ