ন্যাভিগেশন মেনু

১০ আমদানিকারককে শুল্ক অধিদপ্তরে জিজ্ঞাসাবাদ


বাজারে পেঁয়াজ নিয়ে কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগে ৪৭ পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের মালিককে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

প্রথম দিনে (সোমবার ২৫ নভেম্বর) ১০ আমদানীকারককে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- একতা, আরএম এগ্রো, বিআইচ, জগদ্বীশ, সাজ্জাদ, দীপা, ফল মাহমুদ ট্রেডার্স, সুমাইয়া, নুর এন্টারপ্রাইজ ও টিএম ট্রেডার্স।

আজ (সোমবার) ও কাল (মঙ্গরবার) সবমিলিয়ে ৪৭ জন ব্যবসায়ীর সাথে কথা বলবেন গোয়েন্দারা। ১৩জন আমদানিকারকে চিঠি দেওয়া হলেও আজ ১০জনের সাথে বসেছেন শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, গত সাড়ে ৩ মাসে ৫৩ হাজার টন পেঁয়াজ আমদানি করেছেন এই ১৩ আমদানিকারক।

এই পেঁয়াজ আমদানিতে আমদানিকারকদের ব্যয় হয়েছে দুইশ ১১ কোটি টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানিমূল্য ৪০ টাকা কিন্তু খুচরা ও পাইকারি বাজারে এ পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে দুইশ টাকারও বেশি দামে।

ওয়াই / এস এস  

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.ajkerbangladeshpost.com