ন্যাভিগেশন মেনু

১০ ঘণ্টা পর শুরু পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল


পাটুরিয়া থেকে সংবাদদাতাঃ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশা থাকার জন্য পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার কারণে ঘাটের উভয় এলাকায় ক্রমেই দীর্ঘ ছিল যানবাহনের সারি।

১০ ঘণ্টা পর বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাত সোয়া ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে  ৭ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিল। 

তিনি আরো জানান, অপেক্ষামান যানবাহনগুলোর মধ্য থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়।

এছাড়া অন্যান্য সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকেও পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার করা হবে বলে জানান তিনি।

ওয়াই এ/ এস এস