ন্যাভিগেশন মেনু

১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলও স্বাভাবিক হয়েছে। আজ বুধবার  (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিসি'র পাটুরিয়া ঘাট সূত্র জানায়, গতকাল রাতে  কুয়াশার তীব্রতা হঠাৎ বেড়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এতে নৌরুটের দিক নির্দেশনা বাতি অস্পষ্ট হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নৌরুটের বিভিন্ন স্থানে আটটি ফেরি নোঙর করে রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে আজ বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

এদিকে, দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন।

এস এস