ন্যাভিগেশন মেনু

১০ বছরে চীনে বিশ্ববিদ্যালয় স্নাতকের সংখ্যা দ্বিগুণ হয়েছে


শুক্রবার সকাল ১০টায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয় ‘চীনের চলতি দশক’ শিরোনামে ধারাবাহিক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে শিক্ষামন্ত্রী হুয়াই চিন পেং সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে শিক্ষা সংস্কার ও উন্নয়নের অর্জনগুলো উপস্থাপন করেন।

তিনি বলেন, গত দশ বছরে শিক্ষার গুণগত মান এবং পরিষেবাকে সহায়তা করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের উচ্চ-স্তরের প্রতিভা প্রশিক্ষণের দোলনা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের উৎসস্থল এবং অর্থনীতির রূপান্তর ও উন্নয়ন এবং শিল্পের সংস্কারের একটি শক্তিশালী ইঞ্জিনে পরিণত হয়েছে।

তিনি বলেন, সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক চিন্তাধারা মেনে চলে নৈতিকতা গড়ে তোলার সাথে সাথে মানুষকে শিক্ষিত করার মৌলিক কাজটি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নৈতিকতা, বুদ্ধিমত্তা, শরীর, সৌন্দর্য এবং শ্রমের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা পূর্ণাঙ্গ এবং গুণগত মানের শিক্ষাকে আরও গভীর করা হয়েছে। ছাত্রদের পার্টির কথা শুনতে এবং পার্টিকে অনুসরণ করতে গাইড করা হয়েছে। 

চীনা মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের সংখ্যা ২১.৮ কোটিরও বেশি, এই সংখ্যা দশ বছর আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। শিক্ষার মৌলিক শাখা, বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, চিকিৎসা এবং প্রকৌশলীতে জরুরিভাবে প্রয়োজনীয় প্রতিভার প্রশিক্ষণ দ্রুততর করা হয়েছে।

শিল্প-বিশ্ববিদ্যালয়-গবেষণা সহযোগিতাকে আরও গভীরতর এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যের রূপান্তরকে বেগবান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। (সূত্র: সিএমজি)