ন্যাভিগেশন মেনু

১১৭ বছর পর আরব সাগরে এক বছরে ৪ ঘূর্ণিঝড়


১১৭ বছর পর চলতি বছর চারটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে। ১১৭ বছরের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ ঘটে একই বছরে চারটি।

আবহাওয়াবিদদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এবছর ভারতীয় উপমহাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বায়ু, হিক্কা, কায়ার ও মহা।

চলতি বছরে আরব সাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল বায়ু। গত জুন মাসে এটি গুজরাট উপকূলে আঘাত হানে। এর পর সেপ্টেম্বরে আঘাত হানে হিক্কা। অক্টোবরে দেখা গেছে দু’টি ঘূর্ণিঝড়- কায়ার ও মহা। এদের প্রভাবে কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাটে ভারী বৃষ্টিপাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

১৯০২ সালে পাঁচটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল আরব সাগরে। সেটাই সর্বোচ্চ। চারটি এই প্রথম। সেই প্রেক্ষিতে ব্যতিক্রম ২০১৯।

মৌসম ভবন রিপোর্টে জানিয়েছে, 'মহা' যেখানে রয়েছে, সেখানে জলতলের তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজনের তুলনায় (২৬.৫ ডিগ্রি) অনেকটাই বেশি।

এ ছাড়া, 'মেঘবাহী যাযাবর' ম্যাডেন জুলিয়ান অসিলেশনও সহায়ক পরিস্থিতি তৈরি করছে। লক্ষদ্বীপে ঝড়-বৃষ্টির নেপথ্যে থাকা 'মহা' বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র ঘূর্ণিঝড় রূপে আমিনিদিভি থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে।এটি ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেক্ষেত্রে চারটি ঘূর্ণিঝড়ই ওই স্তরের শক্তিশালী হবে।

তবে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'আরব সাগরের ঘূর্ণিঝড় থেকে সাধারণত ভারতের ভয় কম থাকে। বেশিরভাগ ওমান, ইয়েমেনের দিকে সরে। তা-ও দুর্বল অবস্থায়। যেমন, সুপার সাইক্লোন কিয়ার দুর্বল হয়ে এখনও কোনও তটে আছড়ে পড়েনি। মহাও ভারতীয় উপকূলে আসবে না। বরং, বঙ্গোপসাগরের ঝড়ে দেশের ভয় বেশি।'

এই উপমহাদেশে আঘাত হানা সব ঘূর্ণিঝড়ই আরব সাগরে সৃষ্টি হয় না, কিছু কিছু বঙ্গোপসাগরেও হয়। এবছর আঘাত হানা ঘূর্ণিঝড় ফণী ও সাম্প্রতিক ঝড় বুলবুলও সৃষ্টি হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এই সাগরে।

আবহাওয়াবিদদের মতে, আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি নতুন কিছূ নয়। তবে, অক্টোবর-নভেম্বর মাসে হলে সেটি কিছুটা ব্যতিক্রমই বটে। কারণ, এই সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বঙ্গোপসাগরে। আর আরব সাগরে এক বছরে চার-চারটি বড় ঘূর্ণিঝড়ের ঘটনাও বিরল।

আরব সাগরে জোড়া সাইক্লোন এই প্রথম। মৌসম ভবনের দস্তাবেজে ১৮৯১ সাল থেকে ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য রয়েছে। তাতে এমন উদাহরণ পাওয়া যায়নি। এখানেই শেষ নয়। চলতি বছর এই নিয়ে চারটি ঘূর্ণিঝড় হয়ে গেল আরব সাগরে। তা-ও হল ১১৭ বছর পর।

সিবি/ওআ

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost