ন্যাভিগেশন মেনু

১১ জুন হতে পারে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে পেশ  করা হতে পারে।

বৃহস্পতিবার (৭ মে)  অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

এর আগে অর্থ মন্ত্রণালয় জুন মাসে সংসদে বাজেট পেশ করা হবে বলে জানিয়েছিল। অন্য বছরগুলোতে বাজেট প্রণয়নের আগে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ,  অর্থনীতিবিদ, এনজিওসহ বিভিন্ন পেশার মানুষের পরামর্শ নিয়ে তারপর ঘোষণা করা হতো। কিন্তু এবার করোনাভাইরাসে প্রাদূর্ভাবের কারণে তা করা না হলেও বাজেটকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিশিষ্টজনসহ অংশীজনের মতামত চাওয়া হয়েছে। অনলাইনে এ মতামত দিতে বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানায়, করোনাভাইরাসের কারণে দেশের সৃষ্ট পরিস্থিতিতে এবার প্রাক-বাজেট আলোচনা স্থগিত থাকবে। তবে আসন্ন বাজেটকে অংশগ্রহণমূলক করতে ওয়েবসাইটে মতামত নেওয়া হবে।

নিয়ম অনুযায়ী, বাজেট পেশের আগে সংসদে অধিবেশন শুরু হয়। তারপর নতুন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এই বিষয়ে গত ৫ মে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে ১১ জুন সামনে রেখে নতুন বাজেট ঘোষণার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়াই এ/ এডিবি