ন্যাভিগেশন মেনু

১১ মে থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে ডিএনসিসি


ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে নগরীর ২৭টি হাসপাতাল বা ক্লিনিকে ১১ মে থেকে নগরবাসীর জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার ছাড়া অন্য যেকোনো দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তর সিটির মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষাগুলো বিনামূল্যে করা যাবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যে পরীক্ষাগুলো করা যাবে সেগুলো হলো NS1, IgG Ges IgM.

যেসব হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু টেস্ট করা যাবে সেগুলো হলো - 

অঞ্চল-১ (উত্তরা):

নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, নগর স্বাস্থ্যকেন্দ্র-২, কবরস্থানের উত্তর–পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগাবাড়ি, মধুপুর চৌরাস্তা, ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা, নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৩৪/৪ কাজীবাড়ি রোড, কুড়িল চৌরাস্তা কুড়িল, নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, বাড়ি-৩২৫, আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি।

অঞ্চল-২ (মিরপুর-২):

নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-ডি/৩, সেকশন-৭, আরামবাগ (আ/এ), মিরপুর (মিল্কভিটার পাশে), নগর স্বাস্থ্যকেন্দ্র-২, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৩, সেকশন-১, মিরপুর, ঢাকা।

অঞ্চল-৩ (গুলশান):

নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, নগর স্বাস্থ্যকেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলা, নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা,

অঞ্চল-৪ (মিরপুর-১০):

নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, নগর স্বাস্থ্যকেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, নগর স্বাস্থ্যকেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ৩৮৬ মুন্সিবাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ক্যান্টনমেন্ট, ঢাকা।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার):

নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৬৫/ভি, নূরজাহান রোড, মোহাম্মদপুর, নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, নগর স্বাস্থ্যকেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও।

এডিবি/