ন্যাভিগেশন মেনু

১২ মহিলাকে জালে ফাঁসিয়ে যৌন হেনস্থা, যুবক গ্রেপ্তার


যুবকটির টার্গেট ছিল উচ্চশিক্ষিত মহিলাদের নিজের জালে ফাঁসিয়ে ধীরে ধীরে আলাপ জমিয়ে কোনও পাব, রেস্তরাঁ বা শপিং মলে সাক্ষাৎ। এবং সব শেষে তাঁদের যৌন হেনস্থা।  

এমনভাবে ১২ মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল মুম্বইয়ের এক যুবকের বিরুদ্ধে। গত চার মাস ধরে পুলিশ খুঁজছিল অভিযুক্তকে। অবশেষে সোমবার মালাড থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম করণ গুপ্ত ওরফে মহেশ।

পুলিশ জানিয়েছে, ভুয়ো প্রোফাইল বানিয়ে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে উচ্চশিক্ষিত মহিলাদের নিজের জালে ফাঁসাতেন মহেশ। তার পর ধীরে ধীরে আলাপ জমিয়ে কোনও পাব, রেস্তরাঁ বা শপিং মলে সাক্ষাৎ করতেন। সেই সাক্ষাতেই তাঁদের যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মহেশ। উচ্চশিক্ষিত মহিলারাই ছিল তার নিশানায়। মালাডের ডেপুটি পুলিশ সুপার সুরেশ মেঙ্গাড়ে জানিয়েছেন, প্রত্যেকটি ক্ষেত্রে মহেশ আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতেন। এমনকি ওলা বা উবের বুক করার সময় নিজের রেজিস্টার করা মোবাইল নম্বরের পরিবর্তে অন্য ফোন নম্বর ব্যবহার করত। হ্যাকিংয়ের কাজ করত মহেশ। ফলে কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে তার। এই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে মহিলাদের ফাসায় সে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহেশকে গ্রেপ্তার করেছে।  

এস এস