ন্যাভিগেশন মেনু

১৩ বছরেই মা, সন্দেহের তীর সৎ বাবার দিকে


ঝালকাঠিতে ১৩ বছরের এক নাবালিকা মা হওয়ার কাণ্ডে নড়েচড়ে বসেছে পুলিশ।  মেয়েটি সন্তান প্রসব করার পর তার তদন্তে নেমেছে পুলিশ।

নবজাতকের বাবা কে, তা বের করতে শিশুটির সৎ বাবাকেও সন্দেহের আওতায় রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশুটি তার মা ও সৎ বাবার সঙ্গে ঝালকাঠি শহরের কালীবাড়ি এলাকায় থাকে।

শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে গত ১০ সেপ্টেম্বর তাকে পুলিশ হেফাজতে নেয়। শিশুটি তার মা ও সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে- অর্থের লোভে তাকে অন্যদের সঙ্গে দৈহিক সম্পর্কে বাধ্য করা হত।

এরপর পুলিশ উদ্যোগী হয়ে একটি মামলা দায়ের করে শিশুটির মা ও সৎ বাবাকেও গ্রেপ্তার করে। শিশুটিকে হাসপাতালে ভর্তির পর গত বুধবার সে একটি পুত্র সন্তান জন্ম দেয়।

হাসপাতালটির নার্স জানিয়েছেন, অপ্রাপ্ত বয়সে মা হওয়ায় মেয়েটি কিছুটা অসুস্থ। তবে নবজাতক সুস্থ রয়েছে।

আরো পড়ুনঃ

ষষ্ঠ শ্রেণির মেয়ে অন্তঃসত্ত্বা, মায়ের মামলা দায়ের

এলাকারবাসীরা জানায়, ওই শিশুটির মায়ের সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় তার বাবার। শিশুটি জন্মের পর তাদের সংসার ভেঙে যায়।

এরপর একমাত্র মেয়েটিকে নিয়ে কালীবাড়ি এলাকারে এক ব্যক্তিকে বিয়ে করেন ওই মহিলা। মেয়েটি সাংবাদিকদের জানায়, সে যখন পঞ্চম শ্রেণিতে পড়ে, তখন থেকেই তাকে জোর করে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন তার মা ও সৎ বাবা।

এমনকি সৎ বাবাও তাকে ধর্ষণ করত। মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই মো. সরোয়ার হোসেন বলেন জন্ম নেওয়া সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত হওয়ার জন্য নবজাতক এবং ভিকটিমের সৎ বাবার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

ডিএনএ পরীক্ষার জন্য তা ঢাকা সিআইডিতে পাঠানো হয়েছে। একই সাথে অন্যান্য আইনি পদক্ষেপও চলছে।

এস এস