ন্যাভিগেশন মেনু

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ


আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন চলাকালে দেশের সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

রবিবার (১১ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মফিদুর রহমান জানান, ’১৪ এপ্রিল থেকে সাতদিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। তবে লকডাউনের সময়ে অনুমতি নিয়ে কার্গো প্লেন, স্পেশাল/চাটার্ড ফ্লাইট চলাচল করতে পারবে।’

উল্লেখ্য, দেশে করোনা রোধে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

এমআইআর/এডিবি/