ন্যাভিগেশন মেনু

দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব-মোস্তাফিজ


ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে বহনকারী চাটার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, বিমানবন্দর থেকে সরাসরি কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উঠবেন তারা। সেখানে সরকারের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ নিয়েছিলেন সাকিব-মুস্তাফিজ। করোনা মহামারির কারণে ১৪তম আসর স্থগিত হওয়ার পর দেশে ফিরতে হলো তাদের। এখন তাদের দুজনকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন পর্ব শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে। 

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে থেকে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিবি/ওআ