ন্যাভিগেশন মেনু

রংপুরে ইটভাটা স্থাপন ও পরিচালনায় মতবিনিময় সভা


রংপুরে ইটভাটা স্থাপন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও ইট প্রস্তুতকারক মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইটভাটা স্থাপন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান বাস্তবায়নে অংশীজনের মতামত গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরাফাত রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদ।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ ইটের বিবর্তন, ইটভাটার মাধ্যমে পরিবেশ দূষণ ও এ সম্পর্কিত আইন বিষয়ে একটি তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পেশ করেন।

এ সময় রংপুর বিভাগের বিভিন্ন জেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

সভায় মহাপরিচালক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা স্থাপন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি ব্লক ইট নির্মাণ এবং এ বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সকলকে অবহিত করেন এবং তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সিবি/এডিবি