NAVIGATION MENU

১৫৫ কিমি বেগে ওড়িশায় আছড়ে পড়লো ইয়াস


ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ স্থলভাগে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ইয়াস।

বুধবার (২৬ মে) ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ঘণ্টা ধরে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে। এর সর্বোচ্চ গতিবেগ ১৫৫ কিলোমিটার।

শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। এরইমধ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর দাপটে ওড়িশায় তিনিজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গে সব থেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। গোটা পূর্ব মেদিনীপুরেই কার্যত বন্যা পরিস্থিতি। জল ঢুকতে শুরু করেছে কন্টাইয়ে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি-ঝড় হলেও তা আমফানের মতো বিধ্বংসী হবে না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড দিঘা। উত্তাল সমুদ্রের ঢেউ গার্ডরেল ভেঙে ‌ফেলেছে। দিঘার বাসিন্দারা বলছেন, স্মরণকালে এই দৃশ্য আর দেখেননি। ১৯৫০ সালের পর এই প্রথম এতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের দেখলো তারা। হাওয়ার গতি অন্তত ৮৮ কিলোমিটার। একেকটি ঢেউয়ের উচ্চতা ১৫ ফুটেরও বেশি।

এমআইআর/এডিবি/