ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০

নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত মুশফিক!


মাঠে মেজাজ হারানোর ঘটনা প্রায়ই ঘটে। সতীর্থদের মধ্যেও তর্কাতর্কি, কথা কাটাকাটি হয়। তবে মুশফিকুর রহিম আজ যা করেছেন, সেটা একটু বিরলই। একটা ভুলের জন্য সতীর্থ ফিল্ডারকে প্রায় মারতে গিয়েছিলেন মুশফিক, এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিটা।

ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটরের এই ম্যাচটায় হারলেই বাদ বেক্সিমকো ঢাকা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা সবার। সেই চাপ সামলাতে গিয়েই হয়তো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল।

বোলিংয়ের সময় সতীর্থদের সঙ্গে বেশ উত্তেজিত আচরণ করতে দেখা গেছে তাকে। এমনকি মেজাজ হারিয়ে স্পিনার নাসুম আহমেদকে মারতে দুইবার হাতও উঠে গিয়েছিল ঠাণ্ডা মাথার খেলোয়াড় মুশফিকের!

প্রথম ঘটনা বরিশালের ইনিংসের ১৩ তম ওভারের সময়। ওই ওভারে নাসুমকে দুটি হাঁকিয়েছিলেন আফিফ হোসেন। তাতেই চোখেমুখে বিরক্ত চাপ। পরের বলে মিডউইকেটে বল ঠেলে সিঙ্গেল নেন আফিফ। তখন বল কুড়িয়ে আনতে গিয়ে  নাসুমের হাতে বল তুলে দিয়ে মারার জন্য উদ্যত হন!

এর পরের ঘটনা ইনিংসের ১৭তম ওভারে। শফিকুলের বলে শর্ট ফাইন লেগে আফিফ ক্যাচ তুলে দিলে সেটি নিতে যান মুশফিক, সঙ্গে ছুটে যান নাসুমও। মুশফিক ক্যাচ নেন, ক্যাচ নিয়ে ঘুরে দাঁড়িয়ে নাসুমকে যেন মেরেই দিচ্ছিলেন।

অধিনায়কের এমন আচরণে বিস্মিত হয়ে নাসুম মুশফিকের কাঁধে হাত রেখে ঘটনা স্বাভাবিক করার চেষ্টা করেন, সায় দেন মুশফিকও।

ম্যাচ শেষে মুশফিককে জিজ্ঞেস করা হয়েছিল এই ঘটনা নিয়ে। সেটা এড়িয়ে গিয়ে বলেছেন, মাঠেই শেষ হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু কেন মাঠে এমন মেজাজ বার বার হারাচ্ছেন মুশফিক? এবারের টুর্নামেন্টে এমন উত্তপ্ত মনে হয়েছে বেশ কিছু ম্যাচেই। খেলার মাঠে হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছুই হয়। কিন্তু বার বার এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মুশফিকের টেম্পারামেন্ট নিয়ে।

ওআ/