ন্যাভিগেশন মেনু

১৫৫ স্টল নিয়ে চট্টগ্রামের সিআরবিতে বইমেলা শুরু শুক্রবার, বাজেট ৫০ লাখ টাকা


চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলা প্রাঙ্গণে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ২৩ দিনব্যাপী বইমেলাকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  শুক্রবার বিকাল ৫টায় মেলার উদ্বোধন করা হবে। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে বইমেলার সমাপনী।

চসিকের আয়োজনে ২০১৯ সাল থেকে সম্মিলিতভাবে চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে। মেলায় ৪৩ হাজার বর্গফুট নিয়ে শিরীষতলায় এবার বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের ৯২টি প্রকাশনা সংস্থার ১৫৫টি স্টল থাকবে। এর মধ্যে ডাবল স্টল ৭৮টি, সিঙ্গেল ৭৭টি।

বুধবার দুপুরে সিআরবি শিরীষতলায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত অমর একুশে বইমেলার সংবাদ সম্মেলনে মেয়র রেজাউল করিম চৌধুরী এসব কথা জানান।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এই বইমেলা হবে জানিয়ে চসিক মেয়র বলেন, সম্মিলিত উদ্যোগে বইমেলা আয়োজন চট্টগ্রামবাসীর দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষা থেকে বড় পরিসরে বইমেলার আয়োজন করা হচ্ছে। এবারের বইমেলায় স্টলের পাশাপাশি থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, লেখক আড্ডাসহ নারী কর্নার ও সেলফি কর্নার।

বইমেলার জন্য এবার ৫০ লাখ টাকা বাজেট দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই বইমেলা সৃজন ও মননশীল, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে। বইমেলায় জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হবে।