ন্যাভিগেশন মেনু

১৬ বা তার বেশি বয়সিদের জন্য ফাইজারের টিকা অনুমোদন


১৬ বছর বা তার বেশি বয়সের সবার জন্য ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিনের পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এফডিএ'র কমিশনার জ্যানেট উডকক সোমবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে জানায়, জনগণ এখন আশ্বস্ত হতে পারে যে এফডিএ একটি দ্রব্য অনুমোদনের জন্য যে নিরাপত্তা, কার্যকারিতা ও গুণগত মান আশা করে, এই ভ্যাকসিন তা সফলভাবে অর্জন করেছে।

গত ডিসেম্বর মাসে ফাইজার-বায়োএনটেক উৎপাদিত ভ্যাকসিনটি জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়।

ভয়েস অব আমেরিকা জানায়, বহু বিশেষজ্ঞ এখন আশাবাদী যে ভ্যাকসিনের পূর্ণ অনুমোদন সন্দেহপ্রবণ লোকজনকে টিকা নিতে উৎসাহিত করবে। বিশেষত যুক্তরাষ্ট্র যখন আরও দ্রুত সংক্রমণশীল ডেলটা ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।

পূর্ণ অনুমোদনের পর ফাইজারের আলবার্ট বুরলা বলেন, তিনি আশা করেন, এই সিদ্ধান্ত আমাদের ভ্যাকসিনের উপর আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে, কারণ জীবন বাঁচাতে এই ভ্যাকসিনই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত।

এডিবি/