ন্যাভিগেশন মেনু

১৬ লাখ কি.মি. বেগে আজ পৃথিবীতে আছড়ে পড়বে সৌরঝড়


যুক্তরাষ্ট্রের মহাকাশ সম্পর্কিত গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে মঙ্গলবার (১৩ জুলাই) পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে দ্রুত গতির সৌরঝড়। পৃথিবীর দিকে এই ঝড় ধেয়ে আসছে ঘণ্টায় ১৬ লাখ কিলোমিটার বেগে। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি।

স্পেসওয়েদারডটকমের মতে, সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠতে পারে যা উপগ্রহগুলির উপর প্রত‍্যক্ষ প্রভাব ফেলবে। জিপিএস ন‍্যাভিগেশন, মোবাইল ফোনের সিগন্যাল, রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এছাড়া স‍্যাটেলাইট টিভির ওপর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বিদ্যুৎ ব‍্যবস্থার ওপর। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর এর প্রভাব পড়তে পারে অনেকটাই।

সূর্যের গহ্বরে ছিদ্র হয়ে যাওয়ায় সেই ছিদ্র পথেই সৌরঝড় বেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানায় স্পেসওয়েদারডটকম।

উত্তর ও দক্ষিণ ‌মেরুতে বসবাসকারীরা এই ঝড়‌ কিছুটা উপভোগ করতে পারবেন। ঝড়ের কারণে আকাশে সুন্দর আলোর সজ্জা তৈরি হবে। রাতে মেরুজ্যোতি (অরোরা) দেখতে পাবেন এই অঞ্চলের বাসিন্দারা।

বিশ্বের উপর শেষ সৌরঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে। তখন প্রযুক্তি এতোটা উন্নত ছিল না। এর আগে ১৯৮৯ সালে একটি সৌর ঝড় আছড়ে পড়েছিল পৃথিবীতে। এর ‌ফলে কানাডাতে প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ ছিল না। এই পরিস্থিতিতে আজকের সৌর ঝড় পৃথিবীর উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে আশঙ্কায় বিজ্ঞানীরা।

কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এডিবি/