ন্যাভিগেশন মেনু

১৭ দিনের শিশুর মরদেহ উদ্ধার: বাবাসহ আটক ৩


বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি যাওয়া ১৭ দিনের শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুটির বাবাসহ পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন - মৃত শিশুর বাবা সুজন খান (২৮), চাচা রিপন খান (২৫) ও ফুফা হাসিব খান (৩০)।

মৃত নবজাতকের মা শান্তা আক্তার জানান, রবিবার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝখানে মেয়েকে শুইয়ে রেখে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজা খোলা।

এ ঘটনায় সোমবার রাতে শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

তিনদিন পর বুধবার ভোরে পরিবারের সদস্যরা ওই বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরাতহাল করে। দুপুরে ময়নাতদন্তের পর বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হলে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাসহ তিনজনকে থানায় আনা হয়। পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

এর আগে শিশুটির বাবা সুজন খান দাবি করেছিল প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে।

সিবি/এডিবি