ন্যাভিগেশন মেনু

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান আটক


এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার এক সহযোগীকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এহসান গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টি প্রতিষ্ঠানের হদিস নেই। গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে রাগীব আহসান এবং তার আত্মীয়স্বজনের নামে জমি কিনেন তিনি। তারপর সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।

এসব অভিযোগের ভিত্তিতে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এডিবি/