ন্যাভিগেশন মেনু

'বাকপ্রতিবন্ধী' বৃদ্ধা ১ মাস ধরে মহাসড়কের পাশে পড়ে আছে


পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা ৬ কিলোমিটার নামক স্থানে (মনোহরপুর বড় ব্রিজ সংলগ্ন) রাস্তার ধারে এক মাস ধরে অবস্থান নিয়েছে এক বৃদ্ধ মহিলা। তার আনুমানিক বয়স ৮০ বছর।

মহাসড়কের পাশে তার অবস্থান নেওয়ার ফলে যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এলাকার কিছু মানুষ বৃদ্ধ মহিলাকে বিভিন্ন রকম খাবার সহায়তা দিচ্ছে। বৃদ্ধ মহিলাটি কোন কথা বলতে না পারায় তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলাটি বেশ অসুস্থ্য। তার দুই চোখ ও মুখ ফুলে গেছে। মহিলার জরুরি চিকিৎসার প্রয়োজন। গত সোমবার সকাল ১০টার দিকে পাবনা থানা পুলিশের পক্ষ থেকে পাবনা থানার এএসআই রবিউল ইসলাম মহিলাকে খাবার সরবরাহ করেছেন বলে এলাকাবাসী জানান।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নাল আবেদীনকে জানানো হলে তিনি প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ মহিলার খাবার ও নিরাপত্তার ব্যবস্থা ও স্থায়ী বসবাসের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

সংবাদ পেয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মুন্তাজ আলী সহ এলাকার কিছু মানুষ মঙ্গলবার ৬ টার দিকে ঘটনাস্থলে বৃদ্ধ মহিলাকে দেখতে যান। এ সময় তারা মহিলাকে ভাত, মাছ, ডিম ও ডাল খেতে দিলে আগ্রহ সহকারে বৃদ্ধা সেই খাবারগুলো খান।

এর আগে গত সোমবার থেকে বৃদ্ধ মহিলাকে দিনের বিভিন্ন সময় খাবার সরবরাহ করছেন সৈয়দ ফজলুর রহমান- মমতাজ বেগম ও সৈয়দ মুন্তাজ আলী দুস্থ্য কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক সৈয়দ মুন্তাজ আলী।

এমআইআর/ এডিবি