ন্যাভিগেশন মেনু

৫ হাজার লোককে ১ মাস খাওয়ানোর দায়িত্ব নিলেন শচীন


বৈশ্বিক সংকট করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে ভালো নেই ভারত। ২১ দিনের জন্য লগডাউন চলছে ভারতজুড়ে। এতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে দিনমজুরদের। কঠিন এই পরিস্থিতিতে ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকর দেশের ৫ হাজার লোককে ১ মাস খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। ভারতের এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনালয়’ এর মাধ্যমে এই সহায়তা দেবেন তিনি।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের ক্রিকেটাররা আগে থেকেই সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সহায়তা চেয়েছেন। এর আগে দেশটির বিভিন্ন অঙ্গনের প্রায় অর্ধশত সাবেক বর্তমান ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও বলেন মোদি।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) করোনার প্রাদুর্ভাব ঠেকানোর লড়াইয়ে সামিল হয়ে ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ ১৯ হাজার টাকা) দান করেছেন শচীন টেন্ডুলকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে শচীনের এই সহায়তার কথা জানিয়েছে আপনালয়, ‘শচীন টেন্ডুলকরকে ধন্যবাদ জানালে ফিরতি ট্যুুইটে শচীন লেখেন, ‘দরিদ্র মানুষকে সেবা দেওয়ার কাজ অব্যাহত রাখায় আপনালয়কে আমার শুভেচ্ছা। ভালো কাজ চালিয়ে যাও তোমরা।’

এছাড়া কঠিন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিয়েছেন ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার যুবরাজ সিং।

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় ৩ কোটি রুপি দান করেছেন বিরাট কোহলি-আনুশকা জুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিয়েছেন তারা।

তাছাড়া গুজরাটের পুলিশকে ৪ হাজার মাস্ক দিয়েছেন পাঠান দুই ভাই ইরফান ও ইউসুফ। বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১ লাখ রুপি দিয়েছেন পুনের একটি এনজিওকে।

এমআইআর/ এডিবি