ন্যাভিগেশন মেনু

দ্বিতীয়বার পরীক্ষাতেও পজিটিভ পাকিস্তানের ১০ ক্রিকেটার


ইংল্যান্ড সফরের আগে দ্বিতীয়বারের পরীক্ষায়তেও করোনার উপস্থিতি পাওয়া গেছে স্কোয়াডে থাকা পাকিস্তানের ১০ খেলোয়াড়ের দেহে। তাই স্কোয়াডে থাকলেও রবিবার (২৮ জুন) তাদেরকে রেখেই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে পাকিস্তান জাতীয় দল।

এ বিষয়ে পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান জানান, ‘করোনা আক্রান্তরা সুস্থ হলে, তাদের করোনা নেগেটিভ হলে তারা পরবর্তীতে দলের সাথে যোগ দিবেন।’

ইংল্যান্ডে পৌঁছেই দু’সপ্তাহ আইসোলেশনে থাকবে পাকিস্তান ক্রিকেট দল। এবারের ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। আগস্টে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ম্যানচেষ্টারে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি এখনো ঘোষনা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

উল্লেখ্য, প্রথম দফায় করোনায় পজিটিভ আসে- শাদাব খান, হারিস রউফ, হায়দার আলি, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন ও কাশিফ ভাট্টির। এরমধ্যে রিজওয়ান টেস্ট ম্যাচে প্রথম পছন্দ ছিলো পাকিস্তানের। দশ ক্রিকেটারের সাথে দলের স্টাফ মালান আলিও করোনায় আক্রান্ত হয়েছেন।

এমআইআর/ এডিবি