ন্যাভিগেশন মেনু

চাঁদপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ৭৪ কোটি টাকা


কভিড-১৯-এর প্রভাবে চাঁদপুর পৌরসভার বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় ২০২০-২০২১ অর্থবছরের জন্যে ৭৪ কোটি ৯১ লাখ ১১ হাজার ৩শ' ৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মো. মুশিউর রহমান এ তথ্য জানিয়ে বলেন, যা গত অর্থবছরের চেয়ে ১৬ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৮৮৫ টাকা কম।

কর্মকর্তারা জানান, বৈশ্বিক মহামারি কভিড-১৯-এর কারণে স্বাস্থ্যবিধি অনুযায়ি গেলো জুন মাসে পৌরসভার নতুন অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। অন্যান্য বছর বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো। নতুন অর্থবছরের বাজেট ও উন্নয়নের ১৪ বছর ম্যাগাজিন আকারে প্রকাশ করা হয়।

বাজেটের মধ্যে রাজস্ব আয় অর্থাৎ চাঁদপুর পৌরসভার নিজস্ব আয় থেকে বাজেট ধরা হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ ৬৫ হাজার ৪শ' ৫২ টাকা। উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৪২ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৭শ' ৪ টাকা। উভয় খাতসহ বাজেট হচ্ছে ৭৪ কোটি ৯১ লাখ ১১ হাজার ৩৪৭ টাকা। বাজেটে আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।

রাজস্ব আয়ের উল্লেখযোগ্য খাতসমূহ হচ্ছে: হোল্ডিং ট্যাক্স, গৃহ, লাইটিং, কনজারভেন্সি, পানি কর, চলতি, বকেয়া ও সারচার্জ বাবদ ৪ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৭৯৬ টাকা, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ইমারত নির্মাণ, পেশা ব্যবসা ও বিজ্ঞাপন, জন্মনিবন্ধন, সিনেমা-থিয়েটার, অডিও-ভিডিও, যানবাহন ও পশু জবাই, দাতব্য চিকিৎসালয় ও লাইসেন্স বাবদ ৯ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৩১ টাকা, পৌর মার্কেট সেলামি, দোকান ভাড়া ও পৌর সম্পত্তি ভাড়া (ভূমি ইজারা) বাবদ ৮ কোটি ৫ লাখ টাকা, নগর শুল্ক, কর্মচারীদের বেতন-ভাতাদি ও ক্ষতিপূরণমূলক মঞ্জুরি বাবদ ১০ লক্ষ টাকা।  এছাড়া পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ২ লাখ টাকা। রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয় হচ্ছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদিসহ আনুতোষিক।

এমআইআর/এডিবি