ন্যাভিগেশন মেনু

২০২০-২০২১ অর্থবছরের বাজেট জনকল্যাণমুখী: জিএম কাদের


বাজেট বাস্তবায়নটা চ্যালেঞ্জ। তবে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সরকারের পক্ষ থেকে জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

জিএম কাদের এমপি বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে বিশ্ব অর্থনীতি স্তবির। এ সময় আয়ের সাথে ব্যয়কে সমন্বয় করতে হবে এবং যথাযথ খাতকে প্রাধান্য দিয়ে বরাদ্দ ব্যবহার করতে হবে। সুশাসন নিশ্চিত করে দুর্নীতি মুক্ত ও অপচয় রোধ করে যথাযথভাবে জনকল্যাণে যেন বরাদ্দ ব্যয় হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। ’

জিএম কাদের বলেন, ‘প্রয়োজনীয় খাতগুলোতে যথেষ্ট পরিমাণে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এবারের বাজেটের অর্থ যথাযথ খাত নির্দিষ্ট করে যেন খরচ করা হয় এবং সেভাবেই বরাদ্দ দেয়া হয়, সেদিকে দৃষ্টি দিয়ে বাজেট বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই করোনা ক্রান্তিকালে স্বাস্থ্যখাত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতেও যথেষ্ট বরাদ্দ দেয়া দরকার। দেশের মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে পরিচালিত হওয়ার জন্য সরকারকে অর্থায়ন করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

ওয়াই এ/ এডিবি