ন্যাভিগেশন মেনু

হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য


ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তবে, অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍‌সকরা।

ভারতের সংবাদমাধ্যম এইসময় জানায়, বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা দীর্ঘদিনের। যে কারণে দীর্ঘদিন ধরেই তাকে অক্সিজেনের সাপোর্ট নিয়ে থাকতে হয়। বাড়িতে সারাক্ষণই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর।

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বুদ্ধদেবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যক্তিগতভাবে তিনি প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে দেখতেও গিয়েছেন। তার চিকিত্‍‌সার ব্যবস্থাও করতে চেয়েছিলেন। কিন্তু, বুদ্ধদেব রাজি হননি।

পরিবার সূত্রে বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বুধবার সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৭০ এর নীচে নেমে যাওয়ায় চিকিত্‍সকরা বাড়িতে রাখার ঝুঁকি নেননি।

গত বছরও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। যদিও দিন পাঁচেক থাকার পর এক প্রকার জোর করেই বাড়ি ফেরেন তিনি।

এডিবি/