ন্যাভিগেশন মেনু

২০ লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে বিনা মূল্যের বই


নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত শিক্ষার্থী।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া চার কোটি ২০ লাখ শিক্ষার্থীর মাঝে বই দেওয়া শুরু হয়েছে আজ। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসব। প্রতিটি শিক্ষার্থীর মুখে ফুটে উঠেছে হাসির ছোঁয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন। তবে মূল উৎসব হয়েছে আজ ।

সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।

এছাড়া মাধ্যমিক পর্যায়ে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় শুরু হয় বই উৎসব। এই অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । এছাড়াও  শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি ।

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে ‘বই উৎসব দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সকাল নয়টায় এই অনুষ্ঠান শুরু হয়।

এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি বই এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

টানা ১০ বছর ধরে এনসিটিবির সহযোগিতায় বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

২০১০ সাল থেকে সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) স্তরে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে।

সিবি / এস এস