ন্যাভিগেশন মেনু

২০ সালে রেল চলবে চিলাহাটি-হলদিবাড়ি


 শিয়ালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল আবার চালু হবে। আগামী ২০২০ সালে জুন মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে।

শনিবার ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ির মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তির প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী বলেন, এ কাজ বন্ধুত্বে নিদর্শন। ভারত-বাংলাদেশের সঙ্গে প্রায় ২.১০ মিলিয়ন ডলার প্রকল্প চালু আছে যা চিলাহাটি-হলদিবাড়ি একটি চলামন প্রকল্প। খুব শিগগিরই এর কাজ শেষ হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, চিলাহাটি রেলস্টেশন থেকে বর্ডার পর্যন্ত পৌণে ৭ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজ চলছে। আগামী বছরের জুলাইয়ের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এছাড়া, চিলাহাটি-হলদিবাড়ির মধ্যে ৬.৭০ কিলোমিটারে ব্রডগ্রেজ রেলপথ র্নিমাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা টাকা। আগামী ২০২০ সালের জুনের মধ্যে এই প্রকল্পেন কাজ শেষ হবে।

আরো পড়ুনঃ

শিগগিরই চালু হচ্ছে সরাসরি ঢাকা-দার্জিলিং ট্রেন

ইতিমধ্যেই ভারত হলদিবাড়ি থেকে ২.৮০ কিলোমিটার সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ করেছেন এবং গাড়ি চলছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, রেলের পশ্চিমাঞ্চলের জিএম হারুন অর রশিদ প্রমুখ।

এমআইআর / এস এস