ন্যাভিগেশন মেনু

২১ দিনের জন্য লকডাউন ওয়ারী: তাপস


করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী শনিবার (৪ জুলাই) থেকে ২১ দিনের জন্য লকডাউন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা। এই সময় ওয়ারী এলাকার ৮টি সড়কে ৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) নগর ভবনে সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, ‘আগামী ২৫ জুলাই পর্যন্ত এই ২১ ‍দিনের জন্য ওয়ারী লকডাউন বাস্তবায়ন করা হবে। এসময় সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে। তবে খোলা থাকবে ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান‘

তিনি আরও জানান, ‘সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে, বুথ স্থাপন করা হবে নমুনা সংগ্রহের, থাকবে আইসোলেশন ব্যবস্থা। এছাড়া সব কিছ বন্ধ থাকবে। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে।’

এমআইআর/এডিবি