ন্যাভিগেশন মেনু

২২ মে থেকে মিলবে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট


 আগামী ২২ মে থেকে মিলবে ট্রেনের  ঈদের অগ্রিম টিকিট। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এজন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। টিকিট কালোবাজারিরোধে এ ধরনের পদক্ষেপ গ্রহন করেছে ‍রেল কর্তৃপক্ষ।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৯৬টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি থাকছে ৮ জোড়া বিশেষ ট্রেন। যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে এবছর কমলাপুর ছাড়াও আরো পাঁচ স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে প্রতিদিন ৭০ থেকে ৭২ হাজার টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে ঈদের ৫ দিনে ৩ লাখ ৫০ হাজার যাত্রী থাকছে  রেল কর্তৃপক্ষের সেবার আওতায়। মোট টিকিটের ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেল সূত্র থেকে জানিয়েছে, ঢাকা কমলাপুর স্টেশন থেকে (সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেন ভায়া যমুনা সেতু), বিমানবন্দর থেকে (চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন), বনানী থেকে (নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন), তেজগাঁও স্টেশন থেকে (ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেন) এবং ফুলবাড়িয়া থেকে (সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন) এর টিকিট বিক্রি করা হবে।

এমআইআর /এসএস