ন্যাভিগেশন মেনু

২৪ ঘণ্টায় অতিরিক্ত সচিব ও পুলিশসহ মৃত্যু ২০, আক্রান্তেও রেকর্ড


করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সারি ক্রমেই বড় হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড সৃষ্টি হলো।আর মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ২০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৮৭৩ জনের। 

এ নিয়ে মোট মারা গেছেন ৪৫২ জন।শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন।করোনা ভাইরাসকরোনায় এবার মারা গেলেন অতিরিক্ত সচিব কৃষিবিদ মো. তৌফিকুল আলম।   

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াইরত বাংলাদেশ পুলিশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ১২ জন পুলিশ মারা মারা গেলেন। শুক্রবার রাতে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  

মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম এসআই মোশাররফ হোসেন। নতুন করে পুলিশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৪ জন।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন আব্দুল মতিন। শুক্রবার (২২ মে) দিনগত রাতে তিনি করোনা উপসর্গ নিয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। 

এরপর রাতেই তার মৃত্যু হয়। হয়, এই পর্যন্ত সেনাবাহিনীর ১০ জন রোগী করোনায় মৃত্যুবরণ করেছেন। শনিবার দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি বলেন, দেশে ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৭৭টি, পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪টি। 

মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫টি।তিনি আরও বলেন, একই সময়ে সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬ হাজার ৪৮৬ জন।

এদিকে শনিবার পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন, পরিবারবর্গ ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১ হাজার ৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। 

এ ছাড়া ভর্তিরত অপর রোগীরা সুস্থ আছেন। আইএসপিআরের প্রতিবেদনে বলা হয়, এই পর্যন্ত সেনাবাহিনীর ১০ জন রোগী করোনায় মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৬০ বছর উৰ্দ্ধ অবসরপ্রাপ্ত ৮ জন এবং ২ জন কর্মরত সেনাসদস্য রয়েছেন। তারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন।

এস এস