ন্যাভিগেশন মেনু

২ হাজার ৩৩৩ বাংলাদেশি যাচ্ছেন মেদিনীপুর ওরশে


প্রতিবছরের মতো এবারও ফরিদপুরের রাজবাড়ী থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর ওরশে যাচ্ছে বিশেষ ট্রেন। আগামী ১৫ ফেব্রুয়ারি ওই ট্রেনে ২ হাজার ৩৩৩ বাংলাদেশি পুণ্যার্থী থাকছেন। শতাধিক বছর ধরে চলছে এ প্রথা। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতের রেলওয়ে বিভাগ ২৪টি খালি বগি রাজবাড়ী পাঠাবে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজবাড়ী থেকে এই ট্রেন ছাড়বে। মেদিনীপুর পৌঁছাবে ১৭ ফেব্রুয়ারি। আবার মেদিনীপুর থেকে ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি ছেড়ে আসবে। গেদে-দর্শনা সীমান্ত হয়ে ট্রেনটি ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছাবে।

প্রতিবছর মেদিনীপুরের হজরত আলী আবদুল কাদের সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) বার্ষিক ওরস শরীফ হয়। এই ওরশ উপলক্ষে ভারত সরকার থেকে বাংলাদেশিদের জন্য বিশেষ ট্রেন দেয়।

এস এস